English

সিরাতুস সুন্নাহ একাডেমি

পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন

শিক্ষার্থীর আচরণ বিধি

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবশ্য পালনীয় আচরণবিধি

ধর্মীয় আচরণ

  1. পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা এবং নামায শেষে মাসনুন যিকির করা।

  2. শিক্ষক, সহপাঠী ও সবাইকে সালাম দেওয়া এবং ইসলামী আদব-কায়দা অনুসরণ করা।

  3. সত্য কথা বলা ও মিথ্যা পরিহার করা।

  4. আল্লাহর নামে কসম বা শপথ করা থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় শপথ না করা।

পোশাক ও শৃঙ্খলা

  1. নির্ধারিত স্কুল/মাদরাসা ড্রেস পরিধান করা।

    • ছেলে: পাঞ্জাবি, পাজামা, সাদা টুপি।

    • মেয়ে: কালো হিজাব ও বোরকা অথবা নির্ধারিত পোশাক।

  2. পোশাক সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

  3. চুল-নখ পরিপাটি রাখা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা।

শিক্ষাগত আচরণ

  1. ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা এবং সময়মতো আসা।

  2. শিক্ষক/শিক্ষিকার কথা মনোযোগ দিয়ে শোনা এবং নির্দেশনা মেনে চলা।

  3. পাঠ্যবই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সঙ্গে আনা।

  4. পরীক্ষায় নকল করা থেকে বিরত থাকা এবং নিজ প্রচেষ্টায় সফল হওয়ার চেষ্টা করা।

সামাজিক আচরণ

  1. শিক্ষকমণ্ডলী, সহপাঠী ও কর্মচারীদের সাথে ভদ্র ব্যবহার করা।

  2. অশালীন কথা, মারামারি, ঝগড়া, অশোভন অঙ্গভঙ্গি ও আচরণ থেকে বিরত থাকা।

  3. প্রতিষ্ঠানের সম্পদ যেমন: বই, বেঞ্চ, ডেস্ক, বোর্ড, ফ্যান ইত্যাদি যত্নসহকারে ব্যবহার করা।

নিষিদ্ধ বিষয়সমূহ

  1. প্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন, গান-বাজনা, ভিডিও গেমস ও অনৈতিক কোনো বস্তু আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

  2. ধূমপান, মাদকদ্রব্য সেবন এবং যে কোনো ধরনের অসদাচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।